আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার নেই ? কিন্তু আপনি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করেত চান ? আপনার মনে কি এমন প্রশ্ন আছে যে , মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? মোবাইলে ফ্রিল্যান্সিং করার উপায় কি ? কিভাবে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা কামানো যাই ? মোবাইল দিয়ে কাজ করে কত টাকা ইনকাম করা সম্ভব? কিভাবে মোবাইল দিয়ে অনলাইনের কাজ শিখে টাকা ইনকাম করবেন ?
এই সবকিছুর উত্তর যদি জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য । এই পোস্টে মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় তার স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আমার ইন্সট্রাকশন অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অনলাইন থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়?
হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আপনি মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন, যেমন লেখালেখি, ডাটা এন্ট্রি, ইমেইল প্রসারণ, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং,ওয়েব ডিজাইন ইত্যাদি।
আপনি বিশ্বাস করবেন কিনা জানি , আপনি এখন যে পোস্টটি পড়ছেন সেটা কিন্তু মোবাইল দিয়ে লেখা। সবচে মজার বিষয় হলো এই পোস্টার আশেপাশে কোথাও না কোথাও এড দেখতে পারবেন যা Google Adssens থেকে দেখানো হচ্ছে , যার বিনিময়ে আমি গুগল থেকে টাকা পাচ্ছি। তাছাড়াও আমি অনেক গুলা সাইট থেকে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করে ৫০ হাজারেরও বেশি টাকা ইনকাম করছি। সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার হাজার হাজার পথ খোলা রয়েছে আপনার জন্য। ধর্য্য ও ইচ্ছে থাকলে অবশ্যৈই আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। তবে তার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন। চিন্তার কোনো কারণ নাই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিবো। প্রয়োজন হলে আমার সাথে আপনি সরাসরি যোগাযোক করতে পারেন। এই পোস্টের কোথাও না কোথাও আমার কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন।
আমি কি পারবো Mobile দিয়ে freelancing করতে ?
আপনি অনলাইন বা অফলাইন যেকোন জায়গা থেকে কাজ করে টাকা ইনকাম করতে চানা না কেনো , পরিশ্রমের বিকল্প কিছু নেই। আপনার যদি ধর্য্য এবং ইচ্ছে শক্তি থাকে থাকে তাহলে আপনি অফলাইন এর চেয়ে হাজারগুণ কম পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবেন। আমি আবারো বলসি , আপনার যদি ধর্য্য , ইচ্ছেশক্তি এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে আপনি ১০০% ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। আমি আপনাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিকস শেয়ার সেগুলা মেনে কাজ করলে আপনি বিশ্বাসও করতে পারবেন না যে , মোবাইলে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা কতটা সহজ।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন?
-
স্মার্ট ফোন :
আপনি নিশ্চই বুজতে পারেসন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য অবশৈই একটি মোটামুটি মানের মোবাইল ফোন থাকা লাগবে। আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাহলে তার জন্য একটু ভালো মানের মোবাইল হলে ভালো হয়। দুঃচিন্তার কোনো কারণ নাই আপনার যদি খুব ভালো মানের মোবাইল নাও থাকে তাহলে ফটোগ্রাফি এবং গ্রাফিক্স ডিজানের কাজ ছাড়াও অনেক কাজ করতে পারবেন।
-
ইন্টারনেট সংযোক :
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য অবশৈই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। আপনার যদি wifi থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। wifi না থাকলেও কোনো সমস্যা নাই , আপনি মোবাইল ডাটা দিয়ে সব কাজ করতে পারবেন। তেমন বেশি মোবাইল ডাটা খরচ হবে না।
মোবাইল দিয়ে কি কি কাজ করা যাই এবং কিভাবে শিখবেন ?
অনেক বকবক করলাম , আর বেশি কথা বাড়াবো না। এখন আসল কাজের বিষয় এবং কিভাবে শিখবেন সে বিষয়ে কথা বলবো..
১। গ্রাফিক্স ডিজাইন : মোবাইলে দিয়ে আপনি খুব সহজে লোগো, ব্যানার , ফেসবুক কভার , YouTube থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া ব্যানার ,পোস্টার ডিজাইন এই রকম কাজ করতে পারবেন। এই ডিজাইন গুলা করে আপনি আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দিয়ে বিক্রি করতে পারেন। তাছাড়া ফ্রীল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো একই ডিজাইন আপনি অনেক গুলা ওয়েবসাইট আপলোড করে বিক্রি করতে পারেন।
জনপ্রিয় কিছু Stock ওয়েবসাইটের তালিকা-
- Shutterstock
- Adobe Stock
- vectorstock
- Getty Images
- StockPhotos.com
- Pixabay
- Unsplash
- PikWizard
- Freepik.com
- iStock.
কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখবো ?
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য আপনি বিভিন্ন এপ্স পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। এই এপ্স গুলার ব্যবহার জানতে চাইলে একটু youtube এ ঘাটাঘাটি করেন। আমি আপনাদের কিছু এপপ্স সাজেস্ট করছি –
- Flyers, Poster Maker, Design
- Canva
- Adobe Creative Cloud
- Logo Maker
- Pixlr – Photo Editor
- Adobe Express: Graphic Design
- VistaCreate
- Adobe Capture
- Pixelcut – AI Graphic Designer
- Desygner: Graphic Design Maker
- Infinite Painter
- pixel lab
- Infinite Design
- Sketchbook
- ArtFlow: Paint Draw Sketchbook
এই এপ্স গুলার ব্যবহার সম্পর্কে ইউটুবে অনেক ভিডিও পেয়ে যাবেন।
টি শার্ট ডিজাইন
সারা বিশ্বে টিশার্টের প্রচুর চাহিদা রয়েছে। টি শার্ট ডিজাইন বিক্রি করার জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। টিশার্ট ডিসাইন বিক্রি করে মোটা অংকের টাকা ইনকাম করা সম্ভব। জনপ্রিয় কিছু টিশার্ট ডিসাইন বিক্রি করার ওয়েবসাইট নিচে উল্লেখ করা হলো –
- Printful
- Printify
- Sellfy
- Gelato
- Gooten
- GearLaunch
- Teelaunch
- CustomCat
- CafePress
- Zazzle
- Spring
মোবাইল দিয়ে কিভাবে টিশার্ট ডিসাইন শিখব ?
গ্রাফিক্স ডিসাইন করার জন্য আমি যেসব এপপ্সের নাম বলেছি সেগুলা দিয়েই আপনি টিশার্ট ডিসাইন করতে পারেন। আপনি যদি Canva এপ্সের কাজ ভালোভাবে শিখেন তাহলে এটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের সব কাজ ভালোভাবে করতে পারবেন। Canva এপ্সের ব্যবহার সম্পর্কে আপনি YouTube এ প্রচুর ভিডিও পেয়ে যাবেন।
মোবাইল দিয়ে ফটোগ্রাফি
আপনার হাতের মোবাইল দিয়ে আপনি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য , খাবারের ছবি , পাখি , পোকামাকড় ইত্যাদির ছবি তুলে বিক্রি করতে পারেন। তবে এক্ষত্রে সৃজনশীলতার পরিচয় দিতে হবে। একটা মজার বিষয় হচ্ছে একই ছবি আপনি বিভিন্ন ওয়েবসাইট আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। জনপ্রিয় কিছু ফটো বিক্রি করার ওয়েবসাইটের নাম নিচে উল্লেখ করা হলো –
- Freepik.com
- Alamy
- pixabay.com
- SmugMug Pro
- www.pexels.com
- unsplash.com
- iStock Photo
- Envato Elements
- Shutterstock
- Dreamstime
- EyeEm
- Foap
- 500px
- Pixieset
- Etsy
- Depositphotos
- Getty Images
- Stocksy
- Adobe Stock
- Can Stock Photo
কিভাবে মোবাইল দিয়ে ফটোগ্রাফি শিখবো ?
আপনি ইউটিউবে সার্চ করে অনেক ইনফরমেশন পাবেন।
আমি আপনাদের সাথে একটি পিডিএফ শেয়ার করছি সেখানে মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে কমপ্লিট ধারণা পেয়ে যাবেন..
মোবাইল দিয়ে ট্রান্সলেশন
ট্রান্সলেশন মানে হলো এক ভাষা থেকে অন্য রূপান্তর করা। মনে করুন আপনি বাংলা ভাষা ছাড়াও ইংরেজি এবং হিন্দি বা উর্ধু ভাষা পারেন। এক্ষেত্র্রে আপনি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে(যেমনঃ fiverr, Upwork ) বিভিন্ন ক্লাইন্টের ট্রান্সলেশন সার্ভিস দিতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি তো সব ভাষা পারেন না এক্ষেত্রে আপনি কি করবেন ? মনে করেন আপনার ক্লায়েন্ট ইংলিশ ভাষা থেকে স্প্যানিশ ভাষায় কোনো একটি আর্টিকেল অনুবাদ করতে বললো তখন আপনি কি করবেন ? চিন্তার কোনো কারণ নাই। আপনার জন্য আছে Google translate. সব ভাষা translate সমস্যার সমাধান এখানে পাবেন।
মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং
বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় একটি ফ্রীল্যানচিং কাজ হলো কন্টেন্ট রাইটিং। এই কাজের জন্য আমরাও লোক খুঁজছি। আপনি যদি ভালো মানের বাংলা বা ইংলিশে লেখালেখি করার দক্ষতা থাকে তাহলে আমাদের সাথে যোযোজক করতে পারেন। আমাদের সাথে যোগাযোক করতে চাইলে মেইল করেন – admin@kusheyblog.net এই ঠিকানাই। কন্টেন্ট রাইটিং কাজটি আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিতে করতে পারবেন।
মোবাইল দিয়ে ব্লগিং :
আপনার যদি কোনো বিষয়ে লেখালেখি করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি https://www.blogger.com/ থেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখে পাবলিশ করতে পারেন। সেখান থেকে আপনি google adsense থেকে টাকা ইনকাম করতে পারেন। তবে সবকিছুর পিছনে আপনার কঠিন ইচ্ছেশক্তি এবং পরিশ্রম করার মানুষিকতা অবশৈই থাকতে হবে।
মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানো :
এই কাজটি খুবই সহজ। আপনার মোবাইল দিয়ে যেকোনো ধরণের ভিডিও ইউটিউব আপলোড করে ইনকাম করতে পারবেন। আপনার শুধু একটি জিমেইল একাউন্ট থাকলেই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে পারবেন। আপনার যদি একটু ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি অন্যের ভিডিও কাট ছাট করে নিজের চ্যানেলে আপলোড করতে পারেন। আপনি যেকোনো বিষয়ে শর্ট ভিডিও ইউটিউব আপলোড করে ইনকাম করতে পারেন। তবে ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনার চ্যানেলে অবশই মনিটাইজেশন পেতে হবে। মনিটাইজেশন পাওয়ার শর্ত হচ্ছে আপনার চ্যানেলে ১ বছরের মধ্যে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং ১ হাজার সাবস্ক্রিবশন পূরণ হতে হবে।
মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম :
মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং করে আপনি অনেক ভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। ফেসবুক এর বিভিন্ন ফিচার এবং টুল ব্যবহার করে আপনি অনলাইনে প্রচার করে ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
কিছু পদক্ষেপ শেয়ার করছি যেগুলো অনুসরণ করে আপনি ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেনঃ
- একটি ফেসবুক পেজ খুলুন: পেজ খুলে আপনি আপনার প্রোডাক্ট বা সেবা সম্পর্কে লিখতে পারেন এবং ফলোয়ার বাড়ানোর জন্য মানুষকে আমন্ত্রণ জানাতে পারেন।
- ফেসবুক পেজে আপনার প্রোডাক্ট বা সেবা বিজ্ঞাপন দিন: ফেসবুক থেকে আপনার পেজে বিজ্ঞাপন দিতে পারেন। এই বিজ্ঞাপন দিয়ে আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে সরাসরি নির্দিষ্ট করে আপনার প্রোডাক্ট বা সেবা বিক্রি করতে পারেন।
- ফেসবুক গ্রুপে আপনার প্রোডাক্ট বা সেবা প্রচার করুন: ফেসবুক গ্রুপ একটি সম্পূর্ণ বিনামূল্যে পণ্য প্রচরণা করার উপযোগী স্থান। আপনি আপনার প্রোডাক্ট বা সেবা বিক্রি করার জন্য ফেসবুক গ্রুপে পোস্ট করে লাভ পাবেন।
- ফেসবুক মার্কেটপ্লেসে আপনার প্রোডাক্ট বা সেবা প্রচার করুন: ফেসবুক মার্কেটপ্লেস একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে ফেইসবুক ব্যবহারকারীরা সরাসরি পণ্য বা সেবা কিনতে পারেন।
- ফেসবুক পেজ লাইভ অনুষ্ঠান করুন: ফেসবুক পেজ লাইভ করার জন্য একটি জনপ্রিয় মাধ্যম যা ব্যবহারকারীদের সাথে সাক্ষাৎকার, প্রদর্শনী বা বিনোদন সামগ্রী শেয়ার করার সুযোগ দেয়।

এইগুলো হল কিছু উদাহরণ ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম করার জন্য।
আপনি যদি একজন বাবসাসী হন এবং ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম করতে চান, তবে আপনাকে ফেসবুক মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ে নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে জানা উচিত। কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলঃ
- ১. ফেসবুক বিজ্ঞাপন প্ল্যাটফর্মের সুবিধাসমূহ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নেওয়া।
- ২. আপনার টার্গেটকৃত গ্রাহকদের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নেওয়া।
- ৩. সঠিক টারগেটিং এবং মূল্য নির্ধারণ এর জন্য পর্যবেক্ষণ করা উচিত।
- ৪. আপনার বিজ্ঞাপনের ফর্ম্যাট, ছবি এবং ভিডিও সম্পর্কে ভালো জানা উচিত।
- ৫. ফেসবুক পেজ এবং গ্রুপ পরিচালনা এর সম্পূর্ণ জ্ঞান নেওয়া উচিত।
শেষকথাঃ
আমি এতক্ষণ যেসব টপিক নিয়ে আলোচনা তার মধ্যে থেকে আপনি যেকোন একটি বিষয়ে পারদর্শী হয়ে থাকলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অনায়াসে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারেন। উপরোক্ত বিষয়গুলা ছাড়ার অনলাইন থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে উপার্জন করার সুযোক আছে। তবে আমি যে বিষয় গুলো আলোচনা করেছি সেগুলা থেকে কম পরিশ্রম করে বেশি উপার্জন করতে পারবেন এবং এই কাজ গুলা তুলনামুলক অনেক সহজ।