নতুন ল্যাপটপ চার্জ দেওয়ার নিয়ম এবং ব্যাটারি ভালো রাখার টিপস

ল্যাপটপ আমাদের প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। সঠিক নিয়মে চার্জ না দেয়ার কারণে এই ডিভাইস এর ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমাদের ল্যাপটপে সঠিক ভাবে চার্জ দিয়ে ব্যাবহার করা উচিত। তা না হলে ব্যাটারি নষ্ট হওয়ার পাশাপাশি আরো অনেক সমস্যা হতে পারে। ল্যাপটপে চার্জ দেয়া সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে। অনেকেই নতুন ল্যাপটপ কিনে বুজতে পারে না কিভাবে সঠিক নিয়মে ল্যাপটপে চার্জ করলে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে। নতুন ল্যাপটপ চার্জ দেওয়ার নিয়ম সম্পর্কে আমাদের আশেপাশের মানুষ বিভিন্ন পরার্মশ দিয়ে থাকে যা শুনে আপনারা হয়তো কনফিউজড হয়ে যান। আমাদের মধ্যে অনেক  নতুন বা পুরাতন ল্যাপটপ ব্যাবহারকারী আছেন কিন্তু কিভাবে ল্যাপটপের সঠিক নিয়মে চার্জ  করলে ল্যাপটপের ব্যাটারি ভালো থাকে জানেন না, আজকে তাদেরককে সঠিক ধারণা দিব। তবে আপনার মনে এমন কনফিউশন থাকতেই পারে যে আমি সেই তথ্যগুলো দেবো সেগুলো সঠিক কিনা। আমি 12 বছর ধরে ল্যাপ্টপ ইউজ করছি। 12 বছরে মোট 15 টা ল্যাপটপ চেঞ্জ করেছি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমিইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স (EEE) বিষয়ে বিএসসি করেছি। সুতরাং ল্যাপটপের ব্যাটারি এবং চার্জার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আশা করি আমার মূল্যবান মতামত আপনার ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে সাহায্য করবে। 

 

নতুন ল্যাপটপ চার্জ দেওয়ার নিয়ম

 

আসলে আপনি যত ভালো ল্যাপটপই কেনেন না কেন, একদিন না একদিন তার ব্যাটারি ড্যামেজ হবেই হবে।  সময়ের সাথে সাথে ল্যাপটপের ব্যাটারির পারফরম্যান্স ড্রাপ করে। তবে নতুন ল্যাপটপ কেনার প্রথমদিন থেকেই যদি কিছু নিয়ম মেনে ল্যাপটপের চার্জ  করেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনার ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে। চলুন জেনে নেয়া যাক নতুন ল্যাপটপের চার্জ করার সঠিক নিয়ম সম্পর্কে-

 

১) সাধারণত ল্যাপটপ কিনলে ল্যাপটপের সাথে একটি চার্জার দেওয়া হয়। ল্যাপটপের সাথে যে  চার্জার দেওয়া হয়েছে অথবা আপনি যদি বাইরে থেকে কোন চার্জার কিনে থাকেন তাহলে প্রথমে নিশ্চিত হতে হবে সে অরিজিনাল কিনা। ডুব্লিকেট চার্জার আপনার ল্যাপটপের ব্যাটারি নষ্ট হওয়ার প্রধান কারণ।

 

২) ল্যাপটপ কেনার পর প্রথম দিন ১০০% চার্জ করার পর চার্জার খুলে  ব্যবহার করে দেখুন কত সময় চার্জ থাকে। খেয়াল করুন কিভাবে চার্জ শেষ হচ্ছে এবং কত সময়ে চার্জ স্থায়ী হচ্ছে। যদি চার্জ আস্থে আস্তে কমতে কমতে একটা নিদিষ্ট সময় পর ধক করে কমে যাই তাহলে বুজবেন ব্যাটারিতে সমস্যা আছে। এমন পরিস্থিতে হলে যত দ্রুত সম্ভব ল্যাপটপটি পরিবর্তন করে নিন।  

 

৩) অনেকেই বলে ল্যাপটপে ফুল চার্জ হয়ে গেলে অবশৈই  চার্জার খুলে রাখতে হবে এবং ৩০% বা ৪০% পার্সেন্ট চার্জ নেমে আসার পর আবার চার্জ করে  নিয়ে তারপর ল্যাপটপ  ব্যবহার করতে হবে। আবার  কেউ কেউ বলে ল্যাপটপ চার্জে  থাকা অবস্থায় কোন ভাবে কোন কাজ করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমান যুগের সকল ল্যাপটপে  অটো-কাট মডিউল দেওয়া থাকে। যার ফলে ১০০% চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জ নেই বন্ধ হয়ে যাবে তখন সরাসরি এডাপ্টার থেকে পাওয়ার নিয়ে ল্যাপটপ চলে। বিদ্যুৎ চলে গেলে বা চার্জার ডিসকানেক্ট করার পর আবার ব্যাটারির মাধ্যমে চলে। তবে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যাটারি ডিসচার্জ করে করবেন।  অর্থাৎ ব্যাটারি চার্জ ১০% এর নিচে নামিয়ে এনে তারপর আবার চার্জার কানেক্ট করে ফুল চার্জ করুন। এর ফলে আপনার ল্যাপটপের ব্যাটারির  আয়ু দীর্ঘস্থায়ী হবে। 

 

৪) বিছানা বা সোফার ফোম এর উপর রেখে  কখনো ল্যাপটপ চার্জ করবেন না এবং ব্যবহার করবেন না। 

 

৫)টেবিল আসক্ত কিসের উপর রেখে ল্যাপটপ চার্জ  করুন। খেয়াল রাখুন ল্যাপটপের নিচে  পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করতে পারছে কিনা এবং ভিতর  থেকে বাতাস বের হতে পারছে কি  না।

 

৬)ল্যাপটপ অতিরিক্ত গরম জায়গায় রেখে চার্জ দেওয়া যাবেনা

ল্যাপটপের ব্যাটারি নষ্ট হওয়ার কারণসমূহ-

  • ল্যাপটপের ব্যাটারি নষ্ট হওয়ার মেইন কারণ হচ্ছে গেম  খেলা। গেম খেললে ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ে কমে যায়। সাধারণত একটা ল্যাপটপের ব্যাটারি তিন থেকে চার বছর ভালো থাকে কিন্তু গেম খেললে সেটা  দুই থেকে আড়াই বছর পর ড্যামেজ হয়ে যাই। 
  •  ল্যাপটপের ব্যাটারি নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ল্যাপটপ ব্যবহার না করে ফেলে রাখা। আমাদের অনেকের বাসায় ল্যাপটপ আছে কিন্তু কোন কাজ না থাকার কারনে সেটা অন করা হয়না। ল্যাপটপ ব্যবহার না করে ফেলে রাখলে ল্যাপটপের ব্যাটারি যে কত দূরত্ব নষ্ট হবে তা  আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার যদি ল্যাপটপে কোন কাজ নাও থাকে তারপরেও প্রতিদিন একবার করে হলেও অন করবেন। এতে আপনার ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে। 

আশা করি আমি আপনাদের সাথে যেসব বিষয়গুলো শেয়ার করলাম সেগুলো মেনে যদি আপনার ল্যাপটপ চার্জ করেন তাহলে আপনার ল্যাপটপের ব্যাটারী ভালো থাকবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *