আধুনিক যুগে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সবচেয়ে দ্রুত এবং নিরাপদ মাধ্যম হচ্ছে বিমান। কিন্তু বিমান ভ্রমণের জন্য প্রথমে সেই জিনিসটি দরকার সেটি হচ্ছে বিমানের টিকেট। টিকিট কাউন্টারে গিয়ে এয়ার টিকেট বুকিং করতে গেলে প্রচুর সময় নষ্ট হয় ,আবার বিভিন্ন এজেন্সিভেদে টিকিটের জন্য অতিরিক্ত টাকা খরচ হয়। কেমন হতো যদি ঘরে বসে একটি স্মার্টফোন দিয়ে খুব সহজে অনলাইনের মাধ্যমে এয়ার টিকেট বুকিং করা যেতো ? হ্যা এটা সম্ভব। প্রযুক্তির উন্নতির ফলে এখন বাস, ট্রেন এর পাশাপাশি প্লেনের টিকিটও খুব সহজে বুকিং করা যাই। আমরা অনেকেই জানিনা অনলাইনে বিমানের টিকিট বুকিং করার নিয়ম। আজকে আমরা জানবো কিভাবে অনলাইনে অতি সহজে প্লেনের/ফ্লাইটের টিকিট বুক করা যাই।
এয়ার টিকেট বুকিং অনলাইন
অনেকেই সময় এবং টাকা বাঁচানোর জন্য অনলাইনে বিমানের টিকিট কাটার চেষ্টা করে ,কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে টিকিট বুকিং করতে পারেন না। বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে করতে প্রচুর সময় নষ্ট হয়। আজকে আমরা অনলাইনে বিমানের টিকেট বুকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। বিমানের টিকেট কাটার এপস অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই টিকেট কাটতে পারবেন। চলুন জেনে নেয়া যাক কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে বিমানের টিকেট বুকিং করা যায়।
বিমানের টিকেট কাটার এপস
বর্তমানে বেশ কিছু এপ্স গুগল প্লে স্টোরে এবং এপস স্টোরে পাওয়া যাই। তবে সবগুলা এপ্স বিস্বস্ত না। কিছু ফেক এপ্সও রয়েছে। তবে কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলা ১০০% ট্রাস্টেড। এই ওয়েবসাইট গুলিতে আপনি খুব সহজেই বাংলাদেশি মোবাইল ব্যাংকিং (বিকাশ ,নগদ ,রকেট ,উপায় )এর মাধ্যমে ১০০% বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে টিকিট বুকিং করতে পারবেন।
সেরা পাঁচটি এয়ার টিকিট বুকিং ওয়েবসাইট লিস্ট –
- Flight Expert.
- AMY.
- FlyTicket.
- ShareTrip.
- Wego.
উপরের যেকোন একটি ওয়েব সাইটে প্রবেশ করে আপনি আপনার বিমান ভ্রমণের টিকিট কনফার্ম করতে পারেন। তবে আমার কাছে Flight Expert ওয়েবসাইটে টিকেট বুকিং করা সবচেয়ে সহজ মনে হয় এবং কম সময়ে করা যায়।আজকের এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন কিভাবে Flight Expert ওয়েবসাইট থেকে ধাপে ধাপে কিভাবে অনলাইনে অতি সহজে প্লেনের/ফ্লাইটের টিকিট বুক করবেন।
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
অতি সহজে প্লেনের/ফ্লাইটের টিকিট বুক করার জন্য আপনি মোবাইল অথবা ল্যাপটপ /কম্পিউটার যেকোনো একটি ডিভাইস ব্যাবহার করতে পারেন। সকল ডিভাইস এ অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম একই। আমি আপনাকে এখন মোবাইলে কিভাবে ফ্লাইট টিকিট বুকিং করতে পারবেন সেই নিয়ম জানাবো। একই প্রসেসে আপনি কম্পিউটার দিয়ে এই কাজটি করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তবে গুগল Google Chrome ব্রাউজার ব্যাবহার করা ভালো।
১) আপনার পছন্দের ব্রাউজারের সার্চ বারে Flight Expert টাইপ করে সার্চ করুন। অথবা url বারে সরাসরি flightexpert.com লিখে ইন্টার করুন। তাহলে নিচের ছবির মতো ওয়েবসাইট পেয়ে যাবেন। এই সাইট থেকে আপনি বিমানের টিকিট বুকিংয়ের পাশাপাশি আপনার পছন্দের লোকেশনে অগ্রিম রুম ভাড়া করতে পারবেন।
২) এখন আপনার প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইট একটি একাউন্ট তৈরী করতে হবে। একাউন্ট খুলার জন্য উপরের ডান কর্নার থেকে Sign in লেখা লাল কালারের বাটনে ক্লিক করতে হবে। তারপর যে পেজটি আসবে সেখান থেকে একটু নিচের দিকে চোখ রাখলে Create an Account লেখাটি দেখতে পারবেন। অথবা সরাসরি এখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি রেজিস্টেশন ফর্ম চলে আসবে।
৩) রেজিস্ট্রেশন ফর্ম টা এখন ফিল আপ করতে হবে। First Name এর জায়গায় আপনার নামের প্রথম অংশ এবং Last Name এর জায়গায় আপনার নামের দ্বিতীয Last Name বসবেন। এরপর আপনার একটি সচল Phone Number এবং একটিভ Email Addres বসান। ইমেইল বসানোর পর ভালোভাবে যাচাই করুন ,যেন ভুল না হয়। কারণ এই মেইলে আপনার টিকেট সেন্ড করা হবে। তারপর Password এবং Confirm Password এর ঘরে একই পাসওয়ার্ড দুইবার বসিয়ে Sign up বাটনে ক্লিক করুন।
৪) এখন আপনার মেইল চেক করুন। আপনার মেইল এ একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে সে লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ভেরিফিকেশন সম্পন্ন হলে Login বাটনে ক্লিক করে Email Address এবং পাসওয়ার্ড দিয়ে Sign in বাটনে ক্লিক করে লগইন করুন।
রেজিস্ট্রেশন এবং লগইন করার কাজ শেষ এখন টিকেট কাটার পালা
অনলাইনে বিমানের টিকেট বুকিং
১) লগইন করার পর আপনি সার্চ অপসন পাবেন। search লেখার উপর ক্লিক করলে প্রথমে তিনটি অপসন দেখতে পাবেন। অপসন ৩ টি হচ্ছে – One Way, Round Trip এবং Multi City.
One Way: এটার মানে হচ্ছে আপনি শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য টিকেট কাটতে পারবেন।
Round Trip: আপনি যদি এক স্থানে যাওয়া এবং সেখান থেকে আবার একই স্থানে ফিরে আসার জন্য টিকেট নিতে চান তাহলে এই অপসন টি সিলেক্ট করতে হবে।
Multi City: আপনি যদি এক স্থানে ল্যান্ড করে আবার সেখান থেকে অন্য স্থানে জেনে চান তাহলে এই অপসন টি সিলেক্ট করতে হবে।
২) তারপর From বক্সে আপনার লোকেশন সিলেক্ট করুন। অর্থাৎ আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেই স্থান টি নির্বাচন করুন। To অপসন বক্সে আপনার গন্তব্য সিলেক্ট করুন।
৩) Departure অপসন থেকে যাত্রা তারিখ নির্বাচন করুন। তারপর আপনার ভ্রমণের ধরণ (One Way/Round Trip/Multi City) অনুযায়ী পরবর্তী কমান্ড গুলা সিলেক্ট করে দেন।
৪) এবার Modify Search বাটনে ক্লিক করুন। তাহলে বেশ কিছু এয়ারলাইন্সের নাম, ভাড়া সহ বিস্তারিত ইনফরমেশন দেখতে পাবেন। আপনার পছন্দের এয়ারলাইন্সের নিছে Book Now অপশনে ক্লিক করুন।
৫) এখন আপনার সামনে একটি ফর্ম আসবে। এখানে আপনার ভ্রমণের বিস্তারিত তথ্য দিয়ে continue বাটনে প্রেস করুন। তাহলে আপনার দেয়া তথ্য গুলা আবার দেখাবে। সবকিছু ঠিকঠাক থাকলে continue বাটনে ক্লিক করুন।
৬) এবার আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে। Terms & Conditions অপশনে টিকমার্ক দিয়ে Pay Now বাটনে ক্লিক করুন।
৪) এই ধাপে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করতে হবে। আপনি চারটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। (Visa/Mastercard, bKash,Nagad, DBBL Rocket) আপনার পছন্দের পেমেন্ট অপসন সিলেক্ট করে পেমেন্ট কনফার্ম করুন।
পেমেন্ট কনফার্ম হলে আপনার মেইলে টিকেটটি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবনে। এই পিডিএফ ফাইল টি প্রিন্ট করে নিন। ব্যাস !! হয়ে গেলো আপনার ভ্রমণের টিকিট রেডি। Enjoy your journey.